নীতি এবং নিরাপত্তা

YouTube ব্যবহার করে আপনি একটি বৈশ্বিক সম্প্রদায়ের অংশ হয়ে ওঠেন। YouTube এর প্রতিটি উপযোগী এবং নতুন সম্প্রদায় বৈশিষ্ট্য পারস্পরিক বিশ্বাসের উপরে ভিত্তি করে আনা হয়েছে। লক্ষ লক্ষ ব্যবহারকারী সেই বিশ্বাসের মর্যাদা দেন এবং আমরা নিশ্চিত আপনিও তাই করবেন। নির্দেশিকা মেনে চললে YouTube কে সবার জন্য আনন্দদায়ক এবং উপভোগ্য করার কাজটি সহজ হয়ে ওঠে।

YouTube এ যা দেখবেন তার সবই আপনার ভাল নাও লাগতে পারে। কোনও কন্টেন্ট অনুপযুক্ত মনে হলে ফ্ল্যাগ করার বৈশিষ্ট্যটি ব্যবহার করে সেটি রিভিউয়ের জন্য YouTube এর কর্মীদের কাছে জমা দিন। আমাদের সম্প্রদায়ের নির্দেশিকা লঙ্ঘিত হয়েছে কিনা তা নির্ধারণ করার জন্য তারা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই ফ্ল্যাগ করা কন্টেন্ট পর্যালোচনা করেন।

যেকোনও সমস্যা এড়ানোর জন্য সাধারণ কিছু নিয়ম এখানে বলা হল। এই নিয়মগুলি অবশ্যই বুঝে নিন এবং মেনে চলুন। এগুলির মধ্যে ফাঁক খোঁজার অথবা এগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য যুক্তি খুঁজবেন না। নিয়মগুলি কেন তৈরি করা হয়েছে তা উপলব্ধি করুন।

নগ্নতা বা যৌন কন্টেন্ট

YouTube পর্নোগ্রাফি বা যৌনতাপূর্ণ কন্টেন্টের জন্য নয়। আপনার ভিডিওতে যদি এই ধরনের কিছু থাকে, তাহলে ভিডিওটি আপনার নিজের হলেও সেটি YouTube এ পোস্ট করবেন না। এই প্রসঙ্গে মনে রাখবেন যে আমরা আইন প্রয়োগকারীদের সাথে যথাসম্ভব সহায়তা করি এবং শিশুদের শোষণের ঘটনা দেখতে পেলে অভিযোগ জানাই। আরও জানুন

ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্ট

এমন কোনও ভিডিও পোস্ট করবেন না যা কাউকে, বিশেষত কোনও বাচ্চাকে, তার নিজের শারীরিক আঘাত হতে পারে এমন কাজ করতে প্ররোচনা দেয়। এরকম ক্ষতিকারক অথবা বিপজ্জনক কার্যকলাপের ভিডিওতে বিপদের সম্ভাবনা অনুযায়ী বয়সের বিধিনিষেধ আরোপ করা হতে পারে বা সেটি সরিয়ে দেওয়া হতে পারে। আরও জানুন

ঘৃণাত্মক কন্টেন্ট

আমাদের প্রোডাক্টের মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে তাদের বক্তব্য তুলে ধরেন। তবে আমরা এমন কন্টেন্টকে প্রশ্রয় দিই না যা জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, জাতীয়তা, বৃদ্ধ অবস্থা বা যৌন অগ্রাধিকার/লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসার প্রচার করে বা উস্কানি দেয়। আমরা এমন কন্টেন্টও সমর্থন করি না যার প্রাথমিক উদ্দেশ্য এই মূল বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বিদ্বেষ উস্কে দেওয়া। এই অবস্থান বজায় রাখা খুবই কঠিন, কিন্তু যদি কোনও কন্টেন্টের প্রাথমিক উদ্দেশ্য হয় কোনও সঙ্কটাপন্ন গোষ্ঠীকে আক্রমণ করা, তাহলে তা সমস্ত সীমা অতিক্রম করে যায়। আরও জানুন

হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রী

এমন কোনও হিংসাত্মক বা রক্তরঞ্জিত কন্টেন্ট পোস্ট করা ঠিক না যার মূল উদ্দেশ্য চমকে দেওয়া, চাঞ্চল্য সৃষ্টি করা বা অসম্মান করা। সংবাদ বা ডকুমেন্টারির ক্ষেত্রে গ্রাফিক কন্টেন্ট পোস্ট করার প্রয়োজন হলে দর্শকরা যাতে তা সঠিকভাবে বুঝতে পারেন, তার জন্য যথেষ্ট তথ্য দিতে হবে। কাউকে নির্দিষ্ট কোনও হিংসাত্মক কাজে প্ররোচনা দেবেন না। আরও জানুন

হয়রানি এবং সাইবার গুণ্ডামি

YouTube এ কটূক্তিপূর্ণ ভিডিও এবং মন্তব্য পোস্ট করা ঠিক না। হয়রানিমূলক পোস্ট যদি বিদ্বেষপূর্ণ আক্রমণের পর্যায়ে পৌঁছে যায় তাহলে তার বিষয়ে অভিযোগ জানানো যেতে পারে এবং সেটি সরিয়েও দেওয়া হতে পারে। অন্যান্য ক্ষেত্রে কিছু ব্যবহারকারী কিছুটা বিরক্তিকর হতে পারেন বা নিচু মনের পরিচয় দিতে পারেন, তাদেরকে অগ্রাহ্য করাই শ্রেয়। আরও জানুন

স্প্যাম, বিভ্রান্তিকর মেটাডেটা, এবং স্ক্যাম

কেউই স্প্যাম পছন্দ করেন না৷ ভিউ বাড়ানোর জন্য বিভ্রান্তিকর বিবরণ, ট্যাগ, শিরোনাম বা থাম্বনেল তৈরি করবেন না৷ মন্তব্য এবং ব্যক্তিগত বার্তা সহ লক্ষ্যহীন, অযাচিত বা পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট পোস্ট করবেন না৷ আরও জানুন

হুমকি

আক্রমণাত্মক ব্যবহার, চুপিসারে অনুসরণ, হুমকি, হয়রানি, ভয় দেখানো, গোপনীয়তায় হস্তক্ষেপ করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা এবং কাউকে হিংসাত্মক কাজে অথবা ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করাতে উস্কানি দেওয়ার ঘটনা গুরুতর হিসেবে বিবেচনা করা হয়৷ এমন কাজ করতে গিয়ে ধরা পড়লে যেকোনও ব্যক্তিকে YouTube থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। আরও জানুন

কপিরাইট

কপিরাইট মেনে চলুন৷ শুধুমাত্র এমন ভিডিওই আপলোড করুন যা আপনি নিজে তৈরি করেছেন অথবা যা ব্যবহারের অনুমতি পেয়েছেন৷ আপনার তৈরি করা নয় এমন ভিডিও আপলোড করবেন না অথবা আপনার ভিডিওতে অন্য কারও কপিরাইটযুক্ত কন্টেন্ট, যেমন মিউজিক, কপিরাইটযুক্ত প্রোগ্রামের ঝলক অথবা অন্য ব্যবহারকারীদের তৈরি ভিডিওর অংশ তাদের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না৷ আরও তথ্যের জন্য আমাদের কপিরাইট কেন্দ্রে যান৷ আরও জানুন

গোপনীয়তা

কেউ যদি আপনার ব্যক্তিগত তথ্য পোস্ট বা আপনার অনুমতি ছাড়াই আপনার ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনি আমাদের গোপনীয়তা নির্দেশিকা অনুযায়ী সেই কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ করতে পারেন। আরও জানুন

ছদ্মবেশ ধারণ

যে অ্যাকাউন্টগুলি অন্য চ্যানেল বা ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে বলে শনাক্ত করা হয়েছে, সেগুলি আমাদের ছদ্মবেশিতা সংক্রান্ত নীতি অনুযায়ী সরিয়ে দেওয়া হতে পারে। আরও জানুন

শিশুদের বিপদ

অনুপযুক্ত কন্টেন্ট দেখতে পেলে কি করবেন তা জানুন। এছাড়াও, মনে রাখবেন যে আমরা আইন প্রয়োগকারীদের সাথে যথাসম্ভব সহায়তা করি এবং শিশুদের শোষণের ঘটনা দেখতে পেলে অভিযোগ জানাই আরও জানুন

অতিরিক্ত নীতি

বিভিন্ন বিষয়ে অতিরিক্ত নীতিগুলি৷ আরও জানুন

আপনার নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। YouTube এর টুল এবং সম্পদের বিষয়ে আরও জানুন এবং বিভিন্ন বিষয়ে টিপ্স পেতে নিচে দেখুন।

টিনেজারদের নিরাপত্তা

YouTube এ সুরক্ষিত থাকার জন্য কিছু টুল ও পরামর্শ দেওয়া হল। আরও জানুন

সীমাবদ্ধ মোড

আপনি অথবা আপনার পরিবার যে আপত্তিকর কন্টেন্টগুলি দেখতে চান না সেগুলি আটকে দিন। আরও জানুন

আত্মহত্যা এবং নিজেকে আঘাত করা

আপনি একা নন। কারোর সাথে কথা বলতে চান? মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪/৭ ফ্রি এবং গোপনীয় সহায়তার জন্য 1-800-273-8255 নম্বরে ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইনে কল করুন। আরও জানুন

শিক্ষণ সামগ্রী

আপনি এবং আপনার ছাত্রছাত্রীরা কি ভাবে অনলাইনে নিরাপদ থাকবেন সেই বিষয়ে জানুন। আরও জানুন

মূল সম্পদ

আপনার পরিবার YouTube এ কি দেখে তা পরিচালনার জন্য টুল এবং সামগ্রী। আরও জানুন

অতিরিক্ত সম্পদ

YouTube ব্যবহারকারীদের জন্য আরও তথ্য এবং সহায়তা। আরও জানুন

গোপনীয়তা এবং নিরাপত্তা সেটিংস

গোপনীয়তা এবং নিরাপত্তা সেটিংসে দ্রুত অ্যাক্সেস। আরও জানুন

আইনি নীতি

আমাদের অপসারণের আইনি নীতি এবং অভিযোগ জমা দেওয়ার প্রক্রিয়ার তথ্য। আরও জানুন

YouTube এর কন্টেন্টের বিষয়ে অভিযোগ জানানোর পদ্ধতি এবং আমরা কিভাবে আমাদের সম্প্রদায়ের নির্দেশিকা প্রয়োগ করে থাকি সেই বিষয়ে জানুন।

একটি ভিডিওর বিষয়ে অভিযোগ করুন

কখন, কেন এবং কিভাবে সামগ্রীর বিষয়ে অভিযোগ জানাতে হবে। আরও জানুন

একজন অপব্যবহারকারী সম্পর্কে অভিযোগ করুন

সরাসরি এখানে অভিযোগ জমা দিন। আরও জানুন

একটি আইনি অভিযোগ জমা দিন

সরাসরি এখানে অভিযোগ জমা দিন। আরও জানুন

গোপনীয়তা লঙ্ঘনের একটি অভিযোগ জমা দিন

সাইটের কোনও ভিডিও বা মন্তব্য আপনার গোপনীয়তা এবং নিরাপত্তায় আঘাত করলে আমাদের জানান। আরও জানুন

অভিযোগ জমা দেওয়ার অন্য বিকল্প

যখন কোনও ভিডিও ফ্ল্যাগ করেও আপনার আপত্তির কারণটি ঠিক বোঝাতে পারছেন না। আরও জানুন

বয়সের বিধিনিষেধ

কিছু কিছু সময় কোনও ভিডিও আমাদের নির্দেশিকা লঙ্ঘন না করলেও সব দর্শকের জন্য উপযুক্ত নাও হতে পারে, তাই সেগুলিতে বয়সের বিধিনিষেধ আরোপ করা হতে পারে। আরও জানুন

সম্প্রদায় নির্দেশিকার স্ট্রাইক

তারা কারা এবং তাদের সাথে আমরা কিরকম আচরণ করি। আরও জানুন

অ্যাকাউন্ট বন্ধ করার তথ্য

সম্প্রদায়ের নির্দেশিকা গুরুতরভাবে অথবা বারবার লঙ্ঘন করলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। আরও জানুন

ভিডিও স্ট্রাইকের বিরুদ্ধে আবেদন

কোনও স্ট্রাইক পেলে আপনাকে যা করতে হবে। আরও জানুন